ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২২ আগস্ট ২০২১   আপডেট: ০০:০৪, ২৩ আগস্ট ২০২১
বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও লাঠিচার্জ

কাবুল বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করছে তালেবান। রোববার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে ভিড় জমানো মানুষদের শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড় করাতে ফাঁকা গুলিবর্ষণ ও লাঠি ব্যবহার করেছে তালেবান। এসময় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তালেবানের এই ব্যবস্থার কারণে বিশৃঙ্খলভাবে ছুটোছুটি করা মানুষগুলো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে তালেবানের হাতে কাবুলের পতন হয়। এরপর থেকেই কাবুল বিমানবন্দরে বিদেশি নাগরিক, কূটনীতিকদের পাশাপাশি দেশ ছেড়ে যেতে ইচ্ছুক আফগানরা ভিড় করছিলেন। শনিবার বিমানবন্দরের বাইরে হাজার হাজার আফগানের উপস্থিতির কারণে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয়। এসময় হুড়াহুড়িতে সাত জন নিহত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিদেশি বাহিনীর ফিরে যাওয়ার পরিকল্পনার ব্যাপারে স্পষ্টতা চাইছি। কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় নিয়ন্ত্রণ জটিল কাজ।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ