ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের ধস্তাধস্তি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৫ আগস্ট ২০২১  
আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের ধস্তাধস্তি

আর্মেনিয়ার পার্লামেন্টে আইনপ্রণেতারা নিজেদের মধ্যে হাতাহাতি করেছেন। বুধবার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

বুধবার পার্লামেন্টের অধিবেশনে আইনপ্রণেতারা সরকারি দলের সাবেক কয়েক জন প্রতিরক্ষামন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলে পার্লামেন্টে হৈচৈ শুরু হয়ে যায়। এসময় আইনপ্রণেতারা একে অপরের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারেন। এক পর্যায়ে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের আইনপ্রণেতাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পরিস্থিতি সামাল দিকে নিরাপত্তা কর্মকর্তাদের এগিয়ে আসতে দেখা যায় টেলিভিশনের ফুটেজে।

১৯৯০ সাল থেকে আর্মেনিয়ার বংশোদ্ভূত লোকজন আজারবাইজানের নাগরনো-কারাবাখ অঞ্চল দখল করে রেখেছিল। গত বছর আজারবাইজান ওই অঞ্চলটি দখল করে এবং আর্মেনীয়দের উচ্ছেদ করে। এরপর থেকেই আর্মেনিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ বইছে। আজারবাইজানের কাছে পরাজিত হওয়ায় দেশটির সরকারকে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা সইতে হচ্ছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়