ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্পদ বেড়েছে মোদির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২১  
সম্পদ বেড়েছে মোদির

গত বছরের তুলনায় চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পদের পরিমাণ বেড়েছে। এক বছরের ব্যবধানে তার মোট সম্পদের পরিমাণ বেড়েছে ২২ লাখ রুপি। শনিবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

গত বছর মোদির মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ রুপি। চলতি বছর তা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ রুপি।

আরো পড়ুন:

৩১ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে, মোদির ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪৮০ রুপি। তার হাতে নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ রুপি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গান্ধীনর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অর্থের পরিমাণ বেড়েছে মোদির। সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ ১ কোটি ৮৩ লাখ রুপি। গত বছর এর পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ রুপি।

শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ করেন না প্রধানমন্ত্রী মোদি। অবশ্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে তারা ৮ লাখ ৯৩ হাজার ২৫১ রুপি সঞ্চিত রয়েছে। লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৫৭ রুপি। এছাড়া ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রীর নামে কোনো ঋণ নেই। ১ লাখ ৪৮ হাজার ৩৩১ রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে মোদির কাছে। এছাড়া ১ কোটি ১০ লাখ রুপি মূল্যের একটি বসত সম্পত্তি রয়েছে তার। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা তার। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটি তিনি কিনেছিলেন মাত্র এক লাখ ৩০ হাজার রুপিতে। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়