ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতের গণতন্ত্রের উদাহরণে নিজেকে তুলে ধরলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১
ভারতের গণতন্ত্রের উদাহরণে নিজেকে তুলে ধরলেন মোদি

ভারতের গণতন্ত্রের শক্তির উদাহরণ তুলে ধরতে গিয়ে নিজের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি এ কথা বলেছেন।

ভারতের রাজনৈতিক ব্যবস্থা কীভাবে জনগণকে ক্ষমতায়ন করেছে এবং জনগণের জন্য ‘ন্যায়সঙ্গত উন্নয়ন’ নিশ্চিত করা হয়েছে তার উদাহরণ মোদি তার ভাষণে তুলে ধরেন।

ভারতকে গণতন্ত্রের জননী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, গণতন্ত্র দিতে পারে। হ্যাঁ, গণতন্ত্র পৌঁছে দিয়েছে।’ 

নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে মোদি বলেন, ‘আমাদের গণতন্ত্রের শক্তি এই সত্য দিয়ে প্রমানিত যে, একটি ছোট ছেলে যে তার বাবাকে চায়ের দোকানে সাহায্য করত, সে এখন চতুর্থবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছে।’

করোনার টিকা উন্নয়ন নিয়ে ভারতের সক্ষমতা তুলে ধরে তিনি বলেছেন, ভারত টিকার উন্নয়ন ও উৎপাদনে সক্ষম। যাদের টিকা প্রয়োজন তাদেরকে সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে ভারত।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়