ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ভারতে ওমিক্রন পরিস্থিতি মোকাবেলায় রাজ্যগুলোকে কেন্দ্রের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২১ ডিসেম্বর ২০২১  
ভারতে ওমিক্রন পরিস্থিতি মোকাবেলায় রাজ্যগুলোকে কেন্দ্রের চিঠি

ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। 

স্বাস্থ্যসচিব চিঠিতে লিখেছেন, ‘ডেল্টার চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রামক ওমিক্রন। ফলে সংক্রমণ ঠেকাতে স্থানীয় ও জেলা স্তরে তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কন্টেনমেন্ট সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

এনডিটিভি অনলাইন জানিয়েছে, মঙ্গলবার ভারতের ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে।

স্বাস্থ্যসচিব চিঠিতে উল্লেখ করেছেন, ‘জেলা স্তরে নিয়মিত করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে, অন্য ভৌগলিক অঞ্চলে যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে, হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং তা কাজে লাগাতে হবে, আরও বেশি কর্মী নিয়োগ করতে হবে, কন্টেনমেন্ট জোনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে, কন্টেনমেন্ট জোন সংক্রান্ত বিধিনিষেধ পালন করতে হবে। জেলা স্তরে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এমন একটি কৌশল নিতে হবে, যাতে একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়