ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

সব শহর হোক কলকাতার মতো চকচকে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২২  
সব শহর হোক কলকাতার মতো চকচকে: মমতা

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কলকাতাকে সামনে রেখে রাজ্যের অন্য পুরনিগমগুলোর উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে।

তিনি বলেছেন, শুধু টাকা পেলেই হবে না। সেই টাকা সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে হবে। পাশাপাশি মনটাকে ‘সবুজ’ করতে হবে। সবুজ মানে সরলতা, সৌন্দর্য।

চার পুরসভার নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের রেশ ধরেই সোমবার দুপুরের পরে শিলিগুড়িতে পৌঁছান মমতা। সেখানে নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা যেমন ঝকঝক-চকচক করছে, এরকম শিলিগুড়িকেও আরও চকচকে দেখতে চাই। শুধু শিলিগুড়ি নয়, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের জন্যেও একই কথা বলছি। কীভাবে করবেন, কী করে করবেন তার জন্য পরিকল্পনা করুন।

তিনি বলেন, এমন কিছু আমরা করব না, যাতে মানুষের উপর বোঝা বাড়ে। 

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়