ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ৫ মে ২০২৪  
আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে কাতারের মালিকানাধীন টিভি নেটওয়ার্ক আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার সম্প্রচার বন্ধের কয়েক ঘণ্টার মাথায় জেরুজালেমে আল-জাজিরার অফিসে হানা দিয়েছে ইসরায়েলি পুলিশ।

রয়টার্স জানিয়েছে, অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের ইসরায়েলি কর্মকর্তারা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলছেন। এই কক্ষটিকে সম্প্রচার স্টেশন হিসাবে ব্যবহার করতো আল-জাজিরা। হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত।

এর আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা যতদিন গাজায় যুদ্ধ চলতে থাকবে ততদিন আল-জাজিরার সম্প্রচার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিল।

মন্ত্রিসভার সর্বসম্মত ভোটের পরে নেতানিয়াহু এক্স-এ করা পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে।’

আল জাজিরা এই পদক্ষেপকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেছে এবং ইসরায়েলের দাবিকে ‘বিপজ্জনক ও হাস্যকর মিথ্যা’ হিসাবে আখ্যা দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়