ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

যুদ্ধ বন্ধে হামাসের দাবি মানবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৫ মে ২০২৪   আপডেট: ২০:২৭, ৫ মে ২০২৪
যুদ্ধ বন্ধে হামাসের দাবি মানবে না ইসরায়েল

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে হামাসের দাবি মেনে নেবে না ইসরায়েল। রোববার তিনি এ কথা বলেছেন।

হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের গাজা আক্রমণ বন্ধে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। হামাস জোর দিয়ে বলেছে - যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা হবে আলোচনার মূল বিষয়।

নেতানিয়াহু জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তির মাধ্যমে হামাস গাজার নিয়ন্ত্রণ পাবে, যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

রোববার নেতানিয়াহু বলেছেন, ‘আমরা এমন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নই যেখানে হামাসের যোদ্ধার তাদের বাঙ্কার থেকে বেরিয়ে এসে আবার গাজার নিয়ন্ত্রণ নেবে, তাদের সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ করবে এবং আশেপাশের সম্প্রদায়, দক্ষিণের শহরগুলোতে ও দেশের সব অংশে ইসরায়েলের নাগরিকদের হুমকিতে রাখে।’

তিনি জানান, ইসরায়েল হামাসের দাবিতে রাজি হবে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়