ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মারিউপোল পুরোপুরি বিজয়ের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২১ মে ২০২২   আপডেট: ১১:১৫, ২১ মে ২০২২
মারিউপোল পুরোপুরি বিজয়ের দাবি রাশিয়ার

টানা কয়েক মাস লড়াইয়ের পর ইউক্রেনের মারিউপোল শহর পুরোপুরি বিজয়ের দাবি করেছে রাশিয়া। 

শনিবার (২১ মে) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, গত একমাস ধরে ইউক্রেনের যে যোদ্ধারা প্রতিরোধ করছিলেন তারা আত্মসমর্পণ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ৫৩১ জন যোদ্ধা চলে যাওয়ার পর শহর এবং ইস্পাত কারখানাকে পুরোপুরি মুক্ত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের যোদ্ধারা যেসব ভূগর্ভস্থ এলাকায় লুকিয়ে ছিলো, তা রাশিয়ার সৈন্যদের পুরো নিয়ন্ত্রণে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেখানে সর্বশেষ যারা প্রতিরোধ লড়াই করে যাচ্ছিলেন, তাদের ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।  

গত কয়েক সপ্তাহ ধরে আজভস্টাল কারখানা এলাকাটি ঘিরে রেখেছিলো রাশিয়ার সৈন্যরা। সেখানে কোনো রকম মানবিক সহায়তা পাঠাতে দেওয়া হয়নি।

বিমান থেকে ওই এলাকার ওপর ক্রমাগত বোমা বর্ষণ করা হয়েছে এবং সর্বশেষ যোদ্ধাদের আত্মসমর্পণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের যোদ্ধারা আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় রাশিয়া বন্দর নগরীর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারছিলো না।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়