ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ জুলাই ২০২২   আপডেট: ১৭:০০, ১৫ জুলাই ২০২২
সৌদি আরবে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত

সৌদি আরবে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বিদেশ থেকে রাজধানী রিয়াদে এসেছিলেন বলে শুক্রবার সৌদি গেজেট জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার ওই ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো গবেষণাগারে পাঠানো হয়েছিল। তবে সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা মাঙ্কিপক্সের সংক্রমণের ব্যাপারে নজরদারি করছে এবং নতুন আক্রান্তের ব্যাপারে তথ্য প্রকাশের ক্ষেত্রে তারা স্বচ্ছতা অবলম্বন করবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়