ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিমানবন্দরে উড়ো ফোন, মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৪ অক্টোবর ২০২২  
বিমানবন্দরে উড়ো ফোন, মস্কো থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আজকাল

ভারতের দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানায় মস্কো থেকে দিল্লিগামী এসউই ২৩২ বিমানে বোমা রাখা হয়েছে। ফোনের পর বিমানবন্দর চত্বরে শোরগোল পড়ে যায়। হাই অ্যালার্ট জারি করা হয়। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বাড়ানো হয়।

খবর পেয়ে বিমানবন্দরে উপস্থিত হন দিল্লি পুলিশের কর্মকর্তারা। খবর যায় বম্ব স্কোয়াডেও। এরপর শুক্রবার ভোরে বিমানটি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন বিমানকর্মী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর ওই বিমানে শুরু হয় তল্লাশি। যদিও বিমানের ভেতর থেকে কোনও বোমা উদ্ধার হয়নি। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে।

পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যে নম্বর থেকে ফোনটি এসেছিল এবং সেটি কে করেছিল তারও সন্ধান চালাচ্ছে দিল্লি পুলিশ।

সূত্র: আনন্দবাজার, আজকাল

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়