ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিঙ্গ বিতর্কে ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৫ অক্টোবর ২০২২  
লিঙ্গ বিতর্কে ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত সপ্তাহে শপথ নিয়েছেন জিওর্জিয়া মেলোনি। নারী হলেও তিনি নতুন পদের জন্য পুরুষবাচক খেতাব বেছে নিয়েছেন। আর এ নিয়েই বিতর্ক শুরু করেছেন দেশটির নারীবাদীরা।

ইতালীয় ভাষায় ব্যক্তির নাম পুংলিঙ্গ বা স্ত্রী লিঙ্গবাচক হতে পারে। মেলোনির আনুষ্ঠানিক শিরোনাম ‘প্রেসিডেন্ট দেল কনসিগ্লি’ এর পূর্বে পুংলিঙ্গ বাচক  ‘ইল’ ছিল। অথচ এটি  স্ত্রী লিঙ্গবাচক করা হলে  ‘লা’ যুক্ত করতে হতো। রোববার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা প্রথম বিবৃতিতে বিষয়টি নজরে এসেছে। সোমবার পার্লামেন্টেও মেলোনির স্বাক্ষরিত একটি চিঠি এভাবে পড়া হয়েছিল।

আরো পড়ুন:

ইতালির রাজনীতিতে নারীরা প্রাান্তিক শ্রেণির। এর মধ্যেও মেলোনি অতি ডানপন্থি একটি দলের প্রধান। অবশ্য তিনি নারীবাদী হিসেবে পরিচিত নন। তিনি বোর্ডরুম ও পার্লামেন্টে নারী কোটার বিরুদ্ধে কথা বলেছেন। তার যুক্তি, মেধার মাধ্যমে নারীদের শীর্ষে উঠতে হবে। নিজের মন্ত্রিসভায় মাত্র ছয় জন নারীকে ঠাঁই দিয়েছেন মেলোনি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়