ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আস্ত স্কুল ভবন চুরি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৩ নভেম্বর ২০২২  
আস্ত স্কুল ভবন চুরি

কঠোর নিরাপত্তায় থাকা মূল্যবান বহু বস্তু চুরির মতো দুধর্ষ ঘটনা বিরল কিছু নয়। তবে এবারই প্রথম সম্ভবত পুরো একটি স্কুল ভবন চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দয়া করে কেবল স্কুলের ভিত্তিটুকু রেখে গেছে। দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী কেপটাউনের ইউটজিগ মাধ্যমিক স্কুলটি ২০১৯ সালে বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর ছয় মাসের মধ্যে স্কুল ভবনের প্রত্যেকটি ইট, জানালা, ছাদের টালি, টয়লেট, ইলেকট্রিক সরঞ্জাম, কল ও ব্ল্যাকবোর্ড চুরি হয়ে যায়। অর্থাৎ শুধুমাত্র ভিত্তিপ্রস্তরটি ছাড়া পুরো স্কুল ভবনটি হাওয়া হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুলের জানালাগুলো প্রতিটি ৪৫০ পাউন্ড এবং প্রতি ইট ২ দশমিক ২৫ পাউন্ড করে বিক্রি হয়েছে।

তারা বলেছেন, ‘মাদকাসক্তরা স্কুলটিকে খণ্ডে খণ্ডে চুরি করেছিল যাতে তারা সব উপকরণ বিক্রি করতে পারে।’

কেপটাউন ইটিসি নামের স্থানীয় একটি সংবাদমাধ্যম বলেছে, ‘শিক্ষা বিভাগ ২০১৯ সালে তদন্তে দেখতে পায় স্কুলটি কাঠামোগতভাবে শক্তিশালী নয় এবং ‘গুণ্ডাগিরি ও ভাঙচুরের শিকার’। এর পরিপ্রেক্ষিতে স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ছয় মাস বন্ধ থাকার পরে স্কুলটির কেবল ভিত্তিটুকু অবশিষ্ট ছিল।’

স্কুলটির দুর্দশার ছবি গুগল আর্থেও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি প্রকাশের পর বিষয়টি নজর কেড়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়