ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১২ নভেম্বর ২০২২   আপডেট: ২০:২৩, ১২ নভেম্বর ২০২২
আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাকে যদি বিরোধীরা গালি দেন, তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তিনি প্রতিদিন দুই থেকে তিন কেজি করে গালি খান। শনিবার তেলঙ্গানায় দলের প্রচারণা সভায় তিনি এ কথা বলেছেন।

মোদি বলেছেন, ‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতিদিন দুই থেকে তিন কেজি গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

আরো পড়ুন:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।’

তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি। তার অভিযোগ, চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়