ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

 ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:০৮, ২৮ জানুয়ারি ২০২৩
 ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি 

বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে মোট ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্সে ইউক্রেনের রাষ্ট্রদূত শুক্রবার বিএফএম টেলিভিশনে এ কথা বলেছেন। 

রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো বলেছেন, ‘আজকে পর্যন্ত, অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহ করার জন্য তাদের চুক্তি নিশ্চিত করেছে। প্রত্যেক ক্ষেত্রে সরবরাহের শর্ত পরিবর্তিত হয় এবং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই সাহায্যের প্রয়োজন।’

কোন কোন দেশ পৃথকভাবে কতটি ট্যাঙ্ক দিচ্ছে সেই সংখ্যা প্রকাশ করেননি ওমেলচেঙ্কো।

ইউক্রেনকে বুধবার লিওপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে ১৪টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। একই দিন যুক্তরাষ্ট্রও তাদের অত্যাধুনিক ট্যাঙ্ক আব্রামস সরবরাহের ঘোষণা দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়