ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৮ জানুয়ারি ২০২৩  
ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় চারটি বন্দুক হামলার ঘটনা ঘটলো। গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান। 

আরো পড়ুন:

লস এঞ্জেলেস অগ্নিনির্বাপন বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে একটি আবাসিক এলাকার রাস্তায় স্থানীয় সময় রাত ২টা ৩৫ মিনিটের দিকে সাহায্যের জন্য ফোন আসে। ঘটনাস্থলে গিয়ে তিন জন নিহত ও দুজন আহতকে পাওয়া যায়। পরে আরও দুই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়