ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৮০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩
৮০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। এদের মধ্যে শিশুও রয়েছে।

ভূমিকম্পের ৮০ ঘণ্টা পর তুরস্কের দিয়ারবাকির এলাকায় ধসে পড়া একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে আট বছরের এক শিশুকে।

কাহরামানমারাস শহরে একটি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা তিন বছর বয়সী এক শিশুকে বুধবার উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য কর্মীদের সাবধানে ধ্বংসাবশেষ কাটতে হয়েছে। এর আগে উদ্ধার করা হয়েছিল শিশুটির বাবা এরতুগরুল কেসিকে।

এর কয়েক ঘন্টা পরে উদ্ধারকারীরা ১০ বছর বয়সী বেতুল এদিসকে আদিয়ামান শহরে তার বাড়ির ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে আনতে সক্ষম হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়