ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিলুপ্তের ঝুঁকিতে সুচির দল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৮ মার্চ ২০২৩   আপডেট: ২০:৩৬, ২৮ মার্চ ২০২৩
বিলুপ্তের ঝুঁকিতে সুচির দল

মিয়ানমারের কারারুদ্ধ নেতা অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। ক্ষমতাসীন সামরিক জান্তার আরোপিত দল নিবন্ধন আইন মেনে চলতে অস্বীকার করার পর দলটি এই ঝুঁকিতে পড়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। একটি নিষেধাজ্ঞামূলক নতুন আইনের অধীনে রাজনৈতিক দলগুলির পুনরায় নিবন্ধনের জন্য মঙ্গলবার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল জান্তা। 

ইয়াঙ্গুন অঞ্চলের নির্বাহী কমিটির সেক্রেটারি তুন মিন্ট বলেছেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)  নিবন্ধন করবে না। কারণ এই নির্বাচনী কর্তৃপক্ষ ‘অবৈধ সামরিক পরিষদের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে, যে কোনো নির্বাচনী প্রক্রিয়া যা প্রতিরক্ষা প্রধান, মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট পদে উন্নীত করে তাকে আমরা স্বীকৃতি দেব না এবং আমরা যে কোনো মূল্যে এর বিরোধিতা করব। জনগণের দাবি হচ্ছে, সামরিক স্বৈরশাসনকে উৎখাত করা, ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মিয়ানমারের গণতন্ত্রের সামনে যাতে কোনো সামরিক প্রভাব না থাকে তা নিশ্চিত করা।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়