ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আমিরাতের যুবরাজ হিসাবে শেখ খালেদের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৩০ মার্চ ২০২৩  
আমিরাতের যুবরাজ হিসাবে শেখ খালেদের নাম ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ হিসাবে বড় ছেলে শেখ খালেদের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বুধবার গভীর রাতে তিনি এ ঘোষণা দেন।

৬২ বছর বয়সী শেখ মোহাম্মদ ‘এমবিজেড’ নামেও পরিচিত এবং তিনি সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক। সৎ ভাই শেখ খলিফার মৃত্যুর পরে গত মে মাসে তিনি আমিরাতের প্রেসিডেন্ট হন। তবে ভাইয়ের অসুস্থতার সুবাদে শেখ মোহাম্মদই রাষ্ট্র পরিচালনা করতেন।

এমবিজেডের ভাই শেখ মনসুর বিন জায়েদ ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক। তিনি বর্তমানে আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অন্য দুই ভাই - তাহনউন বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও এডিকিউ সার্বভৌম সম্পদ তহবিলের চেয়ারম্যান এবং হাজ্জা বিন জায়েদ - আবুধাবির উপ-শাসক।

গত বছর এমবিজেডের প্রেসিডেন্ট পদে আরোহণের ফলে আবুধাবির যুবরাজ হিসেবে কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেখ খালেদ এবং তাহনউন উভয়েই এই পদের যোগ্য ছিলেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়