ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবারও মানুষের দেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩০ মার্চ ২০২৩  
আবারও মানুষের দেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত

আবারও মানুষের দেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি চিলির বাসিন্দা বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির দেহে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে। তার দেহে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ পাওয়া গিয়েছিল। তবে রোগীর অবস্থা এখন স্থিতিশীল।

রোগীর সংস্পর্শে আসা অন্যদেরসহ সংক্রমণের উৎস তদন্ত করছে সরকার। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাঁস-মুরগী থেকে মানুষের মধ্যে বার্ড ফ্লুর এর সংক্রমণ ঝুঁকি একেবারেই কম। তবে গত বছর চীনে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু এর বিরল প্রজাতিতে আক্রান্ত হন। চলতি বছরের শুরুর দিকে ইকুয়েডরে ৯ বছরের এক মেয়ের দেহে বার্ড ফ্লু এর সংক্রমণ ধরা পড়ে। এই পরিস্থিতি টিকা উৎপাদনকারীরা মানুষের জন্য বার্ড ফ্লু-এর টিকা উৎপাদনের জন্য কাজ শুরু করেছেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়