ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের আহ্বান ইরান-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৩ জুন ২০২৩   আপডেট: ১৩:১৭, ১৩ জুন ২০২৩
দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের আহ্বান ইরান-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল সানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। জিনহুয়া সংবাদ সংস্থার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী রোববার টেলিফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সরকার ‘ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম’ সম্পর্ক উপভোগ করছে। তিনি তাদের মধ্যকার সম্পর্ক আরও বিকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ প্রয়াস চালানোর জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী দুই সরকারের মধ্যকার বন্ধুপ্রতীম সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়