ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৮ ঘণ্টায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ৭ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩
৪৮ ঘণ্টায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ৭ হাজার অভিবাসী

গত দুই দিনে ছোট নৌকায় করে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী উত্তর আফ্রিকা থেকে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দ্বীপটির মেয়র এ তথ্য জানিয়েছেন।

ল্যাম্পেডুসা ভূমধ্যসাগরে তিউনিসিয়া, মাল্টা এবং ইতালির বৃহত্তম দ্বীপ সিসিলির মধ্যে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর জন্য অনেক অভিবাসীর প্রথম বন্দর।

আরো পড়ুন:

মেয়র ফিলিপ্পো মানিনো বলেছেন, ‘গত ৪৮ ঘন্টায় প্রায় সাত হাজার লোক ল্যাম্পেডুসায় এসেছে। তবে আমরা এখন এমন একটি অবস্থায় পৌঁছে গেছি যেখান থেকে ফেরা মুশকিল এবং দ্বীপটি সংকটে রয়েছে। ইউরোপ ও ইতালিকে দ্রুত সহায়তা অভিযান এবং দ্রুত লোকেদের স্থানান্তরের পদক্ষেপ নিতে হবে।’

ল্যাম্পেডুসার জনসংখ্যা ছয় হাজারের কিছু বেশি। দ্বীপটিতে একটি অভিবাসী অভ্যর্থনা কেন্দ্র রয়েছে যার অফিসিয়াল ধারণক্ষমতা মাত্র ৪০০ জন। বুধবার কেন্দ্রটিতে প্রায় চার হাজার লোক ছিল। কয়েক ডজন অভিবাসী জনাকীর্ণতা থেকে বাঁচতে বেড়া ডিঙ্গানোর চেষ্টা করেছিল এবং বিষয়টি নিয়ে হাতাহাতি শুরু হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ সিসিলিতে অভিবাসীদের স্থানান্তরের আয়োজন করছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়