ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পালিয়ে যাওয়া মার্কিন সেনাকে ফেরত পাঠাবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
পালিয়ে যাওয়া মার্কিন সেনাকে ফেরত পাঠাবে উত্তর কোরিয়া

সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় চলে যাওয়া মার্কিন সেনা ট্র্যাভিস কিংকে ফেরত পাঠাবে পিয়ংইয়ং। বুধবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

জুলাই মাসে মার্কিন সেনাদের একটি দলের সঙ্গে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত সফরে গিয়েছিলেন ট্র্যাভিস। ওই সময় তিনি দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়া পালিয়ে যান। প্রাথমিকভাবে উত্তর কোরিয়া জানিয়েছিল, ২৩ বছর বয়সী ট্র্যাভিস ‘মার্কিন সেনাবাহিনীর অমানবিক আচরণ, বর্ণবাদের প্রতি বিদ্বেষ এবং অসম মার্কিন সমাজের প্রতি মোহভঙ্গের কারণে’ উত্তর কোরিয়ায় অবৈধভাবে প্রবেশ করার কথা স্বীকার করেছেন। 

উত্তর কোরিয়া ট্র্যাভিসকে আটকের কথা স্বীকার করার এক মাস পর তাকে ফেরত পাঠানোর ঘোষণা দিলো। তবে কীভাবে, কখন তাকে ফেরত পাঠানো হবে, কিংবা তার স্বাস্থ্যের অবস্থা কী তা জানায়নি কেসিএনএ।

বার্তা সংস্থাটি বলেছে, ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংশ্লিষ্ট সংস্থা মার্কিন সেনা ট্র্যাভিস কিংকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যিনি প্রজাতন্ত্রের আইন অনুযায়ী অবৈধভাবে প্রজাতন্ত্রের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়