ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৩
বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি শুরু করেছে রিপাবালিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার এই শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রিপাবলিকানদের দাবি, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসা থেকে বিভিন্নভাবে লাভবান হয়েছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কয়েক মাস প্রাথমিক তদন্তের পরে রিপাবলিকানরা এখনও বাইডেনের অন্যায়ের প্রমাণ উদঘাটন করতে পারেনি।

আরো পড়ুন:

রয়টার্স জানিয়েছে, রিপাবলিকানদের এই শুনানিতে নতুন কোনও তথ্য প্রকাশের আশা নেই।

প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান জেমস কমার বলেছেন, ‘যেসব ব্যবসা সহযোগী বাইডেনকে ব্র্যান্ড হিসাবে মনে করে কিনেছিলেন তাদের জন্য দরজা উন্মুক্ত ছিল।’

প্যানেলের শীর্ষ ডেমোক্র্যাট জেমি রাসকিন বলেছেন, ‘রিপাবলিকানদের কাছে যদি স্মোকগান বা কিংবা পানির পিস্তলও থাকত তবে তারা আজ তা উপস্থাপন করবে। কিন্তু তাদের কাছে কিছুই নেই।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়