ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাংককের শপিংমলে অস্ত্রধারীর হামলা, কিশোর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১০:৩০, ৭ অক্টোবর ২০২৩
ব্যাংককের শপিংমলে অস্ত্রধারীর হামলা, কিশোর গ্রেপ্তার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে বন্দুক হামলা চালিয়ে তিন জনকে হত্যার ঘটনায় ১৪ বছর বয়সী সন্দেহভাজন এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সিয়াম প্যারাগন নামের শপিংমলটিতে হ্যান্ডগান নিয়ে হামলা চালায় সন্দেহভাজন ওই কিশোর। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে। এদের মধ্যে এক বিদেশি রয়েছেন।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, হামলার সময় শপিংমল থেকে শিশু সহ লোকজন দৌড়ে বেরিয়ে আসছে। নিরাপত্তারক্ষীরা অনেককে শপিংমল থেকে বের করে নিয়ে আসছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

থাইল্যান্ডে বন্দুক হামলা অস্বাভাবিক নয়। গত বছর একজন সাবেক পুলিশ কর্মকর্তা বন্দুক ও ছুরি দিয়ে একটি নার্সারি স্কুলে ২২ শিশুকে হত্যা করেছিল। এর আগে ২০২০ সালে এক সৈনিক গুলি করে কমপক্ষে ২৯ জনকে হত্যা করেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়