ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১০ অক্টোবর ২০২৩  
ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে এই আশ্বাসবাণী শুনিয়েছেন মোদি।

মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) -এ মোদি লিখেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। তাকে জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’

শনিবার ইসরায়েলে হামাসের রকেট হামলার পরেই দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ওই দিন এক্স-এ মোদি লিখেছিলেন, ‘ইসরায়েলের উপর জঙ্গি হামলার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহ যাদের প্রাণ গেছে তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের পাশে রয়েছি।’

২০১৭ সালে ইসরায়েল সফরের সময় থেকেই মোদির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদিকে ‘দোস্ত’ বলেও সম্বোধন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়