ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

তীব্র গরমে পথচারী-শ্রমজীবীদের পাশে ‘আলোর কলি ফাউন্ডেশন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৯ এপ্রিল ২০২৪  
তীব্র গরমে পথচারী-শ্রমজীবীদের পাশে ‘আলোর কলি ফাউন্ডেশন’

বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ’আলোর কলি ফাউন্ডেশন’

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। তীব্রতা এতটাই বেশি যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। অসহীয় এই তাপদাহ থেকে পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ অন্যান্য শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ’আলোর কলি ফাউন্ডেশন’। 

রোববার দুপুরে রাজধানীর আজমপুর এলাকায় স্যালাইন পানি ও শরবত বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা জামাল উদ্দীন রাসেল। এ সময় উপস্থিত ছিলেন আলোর কলি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য রাহাত হোসেন পাপু, রাশেদ উল হক সরকার, শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী মিশোন, হাসানসহ অনেকে। 

রোববার ৩ শতাধিক পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষকে স্যালাইন পানি ও শরবত দেয় ’আলোর কলি ফাউন্ডেশন’। 

এ উদ্যোগ সম্পর্কে জামাল উদ্দীন রাসেল বলেছেন, গরমে একটু স্বস্তি দিতে আমরা ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে শরবত দিয়েছি। প্রথমে আমরা এটা বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি। কিন্তু, পরে সবার আগ্রহ দেখে ভালো লেগেছে। 

রাশেদ উল হক সরকার বলেন, যতদিন তীব্র গরম থাকবে, আলোর কলি ফাউন্ডেশন এ কার্যক্রম চালিয়ে যাবে।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়