আখেরি মোনাজাতে শেষ হলো ঢাকা জেলা জোড় ইজতেমা
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনের জোড় ইজতেমা।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় অনুষ্ঠিত এ ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওমর ফারুক।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব মানবতার কল্যাণ এবং গুনাহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
তিন দিনব্যাপী জোড় ইজতেমায় ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ও ব্যবস্থাপনা।
শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য ওযু, পানি, নিরাপত্তা ও খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা আগত মুসল্লিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেন।
ইজতেমায় অংশগ্রহণকারীরা জানান, এই জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিক নির্দেশনা, দলের সাথীদের পরামর্শ এবং দ্বীনি দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বয়ান হয়। দেশ–বিদেশের শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রদান করেন।
ঢাকা/শিপন/মাসুদ