ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এএনআই’র প্রতিবেদন

পিটার হাসকে হুমকির খবর ‘অস্বীকার’ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৩, ২০ নভেম্বর ২০২৩
পিটার হাসকে হুমকির খবর ‘অস্বীকার’ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম/ ছবি: এএনআই

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে দেশটির মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করে একে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ‘নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে’ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিবিদরা মার্কিন রাষ্ট্রদূতকে ‘হুমকি’ দিয়েছেন বলে শোনা গেছে। তবে, রাষ্ট্রদূতের মতো বিদেশি অতিথিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশের সক্ষমতার প্রতি আস্থা ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব অভিযোগ ‘অস্বীকার’ করেছেন।

এএনআই-কে শাহররিয়ার আলম বলেন, ‘আমার একটা দায়িত্ব আছে। এখানে দায়িত্বপ্রাপ্ত সমস্ত রাষ্ট্রদূত আমাদের অতিথি এবং আমাদের তাদের দেখাশোনা করার কথা। বিদেশে বাংলাদেশি কূটনীতিকদের স্বার্থে তারা যতটুক উচ্চ নিরাপত্তা দেয়, আমাদেরও উচিত তাদের সে পরিমাণে নিরাপত্তা দেওয়া। আমরা নিশ্চিতভাবে জানি, তিনি কোথায় আছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমাদের এগুলো নিয়ে আলোচনা করা উচিত নয়। তার অবস্থান, ব্যক্তিগত তথ্য এবং অফিসিয়াল কোনও তথ্য আমার প্রকাশ করার কথা না। কিন্তু আমরা সবই জানি।’

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশ ছাড়ছেন বলে জানা গেছে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশের সূত্র এএনআই-কে জানিয়েছে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের বর্তমান অবস্থা থেকে জানা যায় যে, তিনি বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন।

শাহরিয়ার আলম মার্কিন ভিসা বিধিনিষেধ নিয়েও কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যারা বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আইন মানে না, তারা যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান করতে পারে।

এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত এমন সব বাংলাদেশিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। যুক্তরাষ্ট্র গত অক্টোবরে ঢাকার রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছে। এমনকি, সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করবে বলে জানিয়েছে। এ ছাড়া, সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিবৃতি দেয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়