ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

দলের অনুষ্ঠানে স্বল্পবসনা নৃত্যশিল্পীদের কারণে সমালোচনার মুখে জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৩ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৫৭, ১৩ মার্চ ২০২৪
দলের অনুষ্ঠানে স্বল্পবসনা নৃত্যশিল্পীদের কারণে সমালোচনার মুখে জাপানের প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন দলের সদস্যদের একটি অনুষ্ঠানে স্বল্পবসনা নৃত্যশিল্পীদের মুখ দিয়ে বখশিশ নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

নভেম্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি আঞ্চলিক শাখা আয়োজিত অনুষ্ঠানের ফাঁস হওয়া ফুটেজে দেখা গেছে, নারীরা সাঁতারের পোশাকে নাচছেন এবং এর ফাঁকে ফাঁকে অতিথিদের কোলে বসে পড়ছেন।

এই নারীরা গ্ল্যামার ড্যান্সার নামের একটি দলের সদস্য। তারা অতিথিদের কাছ থেকে বখশিশ নেওয়ার জন্য তাদের মুখ ব্যবহার করতে বাধ্য হয়েছিল।

আয়োজকদের অন্যতম তেতসুয়া কাওয়াবাতা বলেন, ‘গো-গো নর্তকীদের’ উপস্থিতি ‘বৈচিত্র্য’ নিশ্চিত করার উদ্দেশ্যে ছিল।

কেলেঙ্কারি সম্পর্কে বুধবার বিরোধী দলের সদ্যসরা তীব্র সমালোচনা করলে প্রধানমন্ত্রী কিশিদা দুঃখ প্রকাশ করে বলেছেন, অনুষ্ঠানটি ‘মন্ত্রিসভার বৈচিত্র্যের লক্ষ্যের সাথে মেলে না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়