ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ট্রাম্পের সম্পদের পরিমাণ ৬৫০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১২:১৪, ২৬ মার্চ ২০২৪
ট্রাম্পের সম্পদের পরিমাণ ৬৫০ কোটি ডলার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করেছেন। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল ৬৫০ কোটি ডলার।

২৯ মাসের চেষ্টার পর ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি শেয়ারবাজারে আসতে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের সঙ্গে একীভূত হয়েছে। আগামী সপ্তাহে তাদের শেয়ার বাজারে আসতে যাচ্ছে। একীভূত এই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে এর প্রতিটি শেয়ারের দাম ৪০ ডলার। এই হিসাবে ট্রাম্পের কাছে থাকা শেয়ারের মোট দাম ৩০০ কোটি ডলারের বেশি।

৭৭ বছর বয়সী ট্রাম্প সারাজীবন ধনী ছিলেন। তবে আবাসন ব্যবসায়ী ট্রাম্পের সম্পদের পরিমাণ এর আগে ছিল ৩১০ কোটি ডলার। 

ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার শেয়ারবাজারের দর অনুযায়ী ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৫০ কোটি ডলার। এর ফলে এবারই প্রথম তিনি বিশ্বের সেরা ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়