ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছত্তিশগড়ে সংঘর্ষে নিহত ১৮ মাওবাদী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২১, ১৬ এপ্রিল ২০২৪
ছত্তিশগড়ে সংঘর্ষে নিহত ১৮ মাওবাদী

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ জন মাওবাদী নিহত হয়েছে। মঙ্গলবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছত্তিশগড়ের কঙ্কর জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘাত হয়। এই সময় দুই সেনা সদস্য আহত হয়।

আরো পড়ুন:

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের পরে সংঘাত শুরু হয়। জেলা রিজার্ভ গার্ড পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। নিহতদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রায় রয়েছে। তাকে ধরার জন্য সরকার ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়