ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডলারের বিপরীতে সর্বনিম্ন দরের নতুন রেকর্ড ভারতীয় রুপির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৩৬, ১৬ এপ্রিল ২০২৪
ডলারের বিপরীতে সর্বনিম্ন দরের নতুন রেকর্ড ভারতীয় রুপির

মার্কিন ডলারের বিপরীতে নতুন সর্বনিম্ন দরের রেকর্ড গড়ল ভারতের রুপি। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনের শুরুতেই ৯ পয়সা দর কমেছে ভারতীয় মুদ্রাটির।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর রেকর্ড সর্বনিম্ন ৮৩ দশমিক ৫৩ পয়সায় ছুঁয়েছে। দিনের শুরুতে এই দর ছিল ৮৩ দশমিক ৫১ রুপি। আগের দিন, অর্থাৎ সোমবার মার্কিন ডলারের বিপরীতে ছয় পয়সা দর হারিয়ে ৮৩ দশমিক ৪৪ ছিল রুপির দর। সেই হিসাবে আগের দিনের শেষ অবস্থানের তুলনায় মঙ্গলবার রুপির দর ৯ পয়সা কমেছে।

আরো পড়ুন:

ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন মুদ্রার শক্তি বৃদ্ধি এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে ভারতীয় রুপির দরপতন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্স এলএলপির ট্রেজারি প্রধান এবং নির্বাহী পরিচালক অনিল কুমার বানসালি বলেন, ‘রুপির অবমূল্যায়ন মোকাবিলায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) কী করে তা দেখতে হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়