ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

দক্ষিণ এশিয়ায় বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ২৩:০৬, ৩০ এপ্রিল ২০২৪
দক্ষিণ এশিয়ায় বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম মঙ্গলবার এই পূর্বাভাস দিয়েছে।

জুন-সেপ্টেম্বর পর্যন্ত ভারতে বর্ষা মৌসুম বলে বিবেচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে লা নিনার প্রভাবে দেশটিতে বর্ষা ঋতুতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম বলেছে, ‘২০২৪ সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (জুন-সেপ্টেম্বর) প্রভাবে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি; এই অঞ্চলের উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা ছাড়া, যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি।’

চলতি বছর দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি ও সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই অঞ্চলের দক্ষিণ-পূর্ব অংশের কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ