ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে গেম জোনে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৫ মে ২০২৪   আপডেট: ২২:৩১, ২৫ মে ২০২৪
ভারতে গেম জোনে আগুন, নিহত ২০

ভারতের গুজরাটের রাজকোটের টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানান, বিকেলে টিআরপি গেমিং জোনে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে আগুনের লেলিহান শিখা গোটা এলাকাকে গ্রাস করে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে পুলিশ ও দমকল বাহিনী একের পর এক দেহ উদ্ধারের চেষ্টা করছে। সব মিলিয়ে ২০টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন:

যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি এই গেমিং জোনটি চালাতেন। এ ঘটনায় গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশ কমিশনার। 

আগুন লাগার কারণ জানা যায়নি।

দমকল বাহিনী জানিয়েছে, আগুনে অস্থায়ী কাঠামোগুলো ভেঙে পড়ছে। এর ফলে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ