ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

৫২ ডিগ্রি ছাড়ালো দিল্লির তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২৯ মে ২০২৪   আপডেট: ১৯:২৪, ২৯ মে ২০২৪
৫২ ডিগ্রি ছাড়ালো দিল্লির তাপমাত্রা

ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে দিল্লি। বুধবার সেখানকার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।

দিল্লির পাশাপাশি রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি পার হয়েছে। প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে। গত কয়েকদিনে শুধুমাত্র রাজস্থানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। 

আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিল্লির তাপমাত্রা বুধবার ছিল ৫২ দশমিক ৩ ডিগ্রিতে। তাপমাত্রা প্রত্যাশিত চেয়ে নয় ডিগ্রি বেশি ছিল। এর আগে ২০০২ সালে দিল্লির তাপমাত্রা ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া দপ্তর দিল্লির জন্য লাল সতর্কতা জারি করেছে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থানের ফলোদি। সেখানকার তাপমাত্রা ৫১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রাজস্থানের চুরু শহরের তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হরিয়ানার সিরসা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৩ ডিগ্রি। মধ্যপ্রদেশের ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯ ডিগ্রি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়