ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৩ জুন ২০২৪   আপডেট: ১২:০১, ৩ জুন ২০২৪
১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

জাপানের মধ্যাঞ্চলে ১০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্প দুটি আঘাত হানে। খবর আরব নিউজের।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নোটো উপদ্বীপ। আর এখানেই চলতি বছরের ১ জানুয়ারি বিধ্বংসী এক ভূমিকম্পে ২৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে তারা এখনও তথ্য সংগ্রহ করছেন বলে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে।

এই অঞ্চলের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের অপারেটর বলেছেন, কম্পনের পর ক্ষয়ক্ষতি পরীক্ষা করার জন্য আপাতত এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানে প্রতিবছর প্রায় দেড় হাজার বার ভূমিকম্প আঘাত হেনে থাকে।  তবে জাপানে সাধারণত বড় ধরনের ভূমিকম্পেও ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে ভবন নির্মাণে বিশেষ কৌশলের কারণে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়