ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈশ্বর বললে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৬ জুলাই ২০২৪   আপডেট: ১৬:২৪, ৬ জুলাই ২০২৪
ঈশ্বর বললে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়েছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন। একমাত্র ঈশ্বরই যদি বলে, তাহলেই তিনি সরে দাঁড়াবেন, তা না হলে নয়।

গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনপূর্ব প্রথম টেলিভিশন বিতর্কে ভরাডুবি হয় বাইডেনের। এর পর থেকে দলের ভেতরে-বাইরে সমালোচনার মুখে পড়লেও ভোটের মাঠ ছাড়বেন না বলে একাধিকবার জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

শুক্রবার এবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে আসেন এবং বলেন, জো, নির্বাচন থেকে সরে যাও, তাহলে আমি সরে যাব। সর্বশক্তিমান ঈশ্বর নিচে আসছেন না।’

প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে কাজ করতে পারবেন কিনা এবং বয়স ও কাজ করতে তিনি অক্ষম কিনা সাক্ষাৎকারের প্রায় পুরো সময়ে উপস্থাপক স্টিফানোপোলোস বাইডেনকে সেই প্রশ্নবাণে জর্জরিত করেছেন।

জবাবে বাইডেন বলেছেন, ‘আমি মনে করি না যে আমার চেয়ে প্রেসিডেন্ট হওয়ার বা এই দৌড়ে জয়ী হওয়ার জন্য অন্য কেউ বেশি যোগ্য।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়