ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় স্কুলে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৩ আগস্ট ২০২৪  
গাজায় স্কুলে হামলা, নিহত ১০

ফাইল ছবি

গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবির হিসাবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামামা স্কুলে দুই দফা হামলা চালিয়েছে। প্রথম দফা হামলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এই হামলায় স্কুলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথম দফা হামলার পর উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকরা ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে লোকদের বের করে আনার চেষ্টা করছিলেন। ওই সময় দ্বিতীয় হামলাটি চালানো হয়। ভবনটিতে অন্তত তিনটি বোমা ফেলা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়