ভারতে মন্দিরের পাশে দেয়াল ভেঙে নিহত ৯
ভারতের মধ্যপ্রদেশে একটি নির্মীয়মাণ মন্দিরের পাশে দেয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। দেয়ালে চাপা পড়ে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, নির্মীয়মাণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই সময় মন্দির লাগোয়া একটি বাড়ির দেয়াল আচমকা ভেঙে পড়ে মন্দিরের দিকে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙা দেয়ালের নীচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাড়িটি ৫০ বছরের পুরোনো ছিল। ভারী বর্ষার কারণে এর দেয়াল ধসে পড়েছে।
ঢাকা/শাহেদ