ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

দেশে ফিরে গেছে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের অতিরিক্ত কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪০, ৭ আগস্ট ২০২৪
দেশে ফিরে গেছে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের অতিরিক্ত কর্মীরা

প্রতিবেশী বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেট থেকে অতিরিক্ত কর্মী এবং তাদের পরিবারকে দেশে ফেরত নিয়ে গেছে ভারত। বুধবার ভারতের দুটি সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স।

কয়েক সপ্তাহের অস্থিরতার পরে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান।

সূত্র রয়টার্সকে জানিয়েছে, সব ভারতীয় কূটনীতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতীয় হাই কমিশনের ১৯০ জন কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে। ২০ জন কর্মী এখনও ঢাকায় রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় হাইকমিশন বা দূতাবাস ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে সহকারী হাইকমিশন বা কনস্যুলেট রয়েছে ভারতের।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়