ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

শেখ হাসিনার সময় শেষ, এক দিন আগেই ভারতকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৪২, ৭ আগস্ট ২০২৪
শেখ হাসিনার সময় শেষ, এক দিন আগেই ভারতকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র 

পদত্যাগের এক দিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল, তিনি যেন দেশত্যাগ করেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পদত্যাগের এক দিন আগে, অর্থাৎ রোববার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। তার সব সুযোগ শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়