ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

ইসরায়েলকে অস্ত্র কিনতে ৩৫০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১০ আগস্ট ২০২৪  
ইসরায়েলকে অস্ত্র কিনতে ৩৫০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ৩৫০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। 

শুক্রবার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার তারা কংগ্রেসকে অবহিত করেছে যে সরকার ইসরায়েলকে শত কোটি ডলারের বৈদেশিক সামরিক অর্থায়ন ছাড়তে চাচ্ছে।

সিএনএন এর আগে এই অর্থ  ছাড়ের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। এই অর্থ গত এপ্রিলে কংগ্রেসে পাস করা ইসরায়েলের জন্য এক হাজার ৪০০ কোটি ডলারের সম্পূরক তহবিল বিল থেকে এসেছে। 

যুক্তরাষ্ট্র এমন সময় এই অর্থ ছাড় করছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা বাড়ছে। এর পাশাপাশি অনেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রসারিত হওয়ার আশঙ্কা করছেন। 

ইরানে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এ ঘটনার পর পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধে বৃদ্ধির ঝুঁকি বেড়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়