ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৪ আগস্ট ২০২৪  
আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলছে উত্তর কোরিয়া

আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে উত্তর কোরিয়া। বুধবার ট্যুর কোম্পানিগুলোর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় পর্যটকদের আনাগোনা এমনিতেই কম। ২০২০ সালে কোভিডের কারণে দেশটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য এর সীমান্ত একেবারেই বন্ধ করে দেয়।

আরো পড়ুন:

বেইজিংভিত্তিক কোরিও ট্যুরস তার ওয়েবসাইটে বলেছে, ‘আমরা আমাদের স্থানীয় অংশীদারের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে সামজিয়নে পর্যটন এবং সম্ভবত দেশের বাকি অংশগুলো ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে।’

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই ঘোষণার জন্য চার বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করার পরে, কোরিও ট্যুরস আবারো উত্তর কোরিয়ার পর্যটন শুরুর খবরে অনেক বেশি উত্তেজিত।’

উত্তর কোরিয়া চীন সীমান্তের কাছের শহর সামজিয়নে একটি ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’ হিসাবে গড়ে তোলা হয়েছে। এখানে নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, একটি স্কি রিসর্ট এবং বাণিজ্যিক, সাংস্কৃতিক ও চিকিৎসা সুবিধাসহ ‘অত্যন্ত সভ্য পাহাড়ী শহরের একটি মডেল’ নির্মাণ করছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়