ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাম্বুর গেট খোলার কথা ‘অপপ্রচার’: ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৮, ২৩ আগস্ট ২০২৪
ডাম্বুর গেট খোলার কথা ‘অপপ্রচার’: ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। ছবি: সংগৃহীত

পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ড্যাম খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে বলে যে অভিযোগ ওঠেছে তা নাকচ করেছেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ‘আমরা ডাম্বুরের গেট খুলে দিয়েছি, এই তথ্য সঠিক নয়।’

বিবিসি বাংলাকে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘এটি দেখার জন্য কেউ নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডাম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজে থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না।’

আরো পড়ুন:

রতন লাল নাথ বলেন, ‘যে প্রচারটা করা হচ্ছে ডাম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎকেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘‌‌জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে ৫০% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল।’

পড়ুন

অতিরিক্ত চাপে বাঁধের মুখ খুলে গেছে: ভারত

ভারতই ডুম্বুরের বাঁধ খুলে দিয়েছে: ত্রিপুরার সংবাদমাধ্যম

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়