ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪০, ১ অক্টোবর ২০২৪
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের কোনো হামলা তেহরানের জন্য ‘গুরুতর’ পরিণতি বয়ে আনবে।

ইসরায়েল যখন ইরান-সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে তখনই এই সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা সক্রিয়ভাবে এই হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি।’

তিনি বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা এপ্রিলে সম্মিলিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করার জন্য পদক্ষেপ নিয়েছিল। ওই সময় দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে তেহরান প্রস্তুতি নিতে শুরু করেছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়