লন্ডনে ইসরায়েলবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ
ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নিতে লন্ডনে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। গাজায় ৭ অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তারা এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই দুই শতাধিক ফিলিস্তিনিপন্থী কর্মী বেডফোর্ড স্কোয়ারে জড়ো হয়েছিল। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিজ ও ইরানের পতাকা এবং ব্যানার ধরেছিলেন যাতে লেখা ছিল ‘আমরা গণহত্যার পক্ষে দাঁড়াই না’ এবং ‘জায়োনিজম হল বর্ণবাদ।’ এসময় অনেকে ‘মুক্ত, মুক্ত প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিল।
প্রতিবাদকারীদে এক জন নেতা কর্মীদের বলেছেন, ‘আমরা পুলিশকে জড়াই না এবং পাল্টা প্রতিবাদকারীদের জড়াই না। আমরা যখন একসাথে থাকি তখন আমরা নিরাপদ থাকি। শুধুই আমরা একে অপরকে নিরাপদ রাখতে পারি।’
এর পরে স্লোগান দেওয়া হয়েছিল, ‘যখন প্যালেস্টাইন আক্রমণের মুখে, আমরা কি করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই কর। লেবানন যখন আক্রমণের মুখে আমরা কি করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই কর।’
ঢাকা/শাহেদ