ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদির নেতৃত্বে আন্তর্জাতিক জোটের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৭, ৩০ অক্টোবর ২০২৪
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদির নেতৃত্বে আন্তর্জাতিক জোটের বৈঠক

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চাপ দিতে একটি নতুন ‘আন্তর্জাতিক জোটের’ বৈঠকের আয়োজন করেছে সৌদি আরব। বুধবার এই জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক জোট’ গঠন করা হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং তার বাইরের দেশগুলো নিয়ে এই জোট গঠন করা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, রিয়াদে দুই দিনের বৈঠকে প্রায় ৯০টি ‘রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা’ অংশ নিচ্ছে।

তিনি বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে একটি গণহত্যা ঘটছে, যা সৌদি আরব প্রত্যাখ্যান করে।’ গাজার মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করে এবং উত্তর গাজার ‘সম্পূর্ণ অবরোধ’ এর  নিন্দা জানিয়েছেন তিনি।

কূটনীতিকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ প্রতিনিধি সোভেন কুপম্যানস ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করবেন।

ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্র যুক্তরাষ্ট্র সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি হাদি আমরকে পাঠিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়