ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয়বার ফাঁসি দেওয়া হলো এক ইরানিকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৪, ১৩ নভেম্বর ২০২৪
দ্বিতীয়বার ফাঁসি দেওয়া হলো এক ইরানিকে

কয়েক মাস আগে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চে ওঠানো হয়েছিল ইরানের এক ব্যক্তিকে। ফাঁসির রশি গলায় দেওয়ার আধা সেকেন্ডের মধ্যে দণ্ড স্থগতি করা হয়েছিল। ওই ঘটনার কয়েক মাস পর বুধবার দ্বিতীয়বারের মতো ২৬ বছর বয়সী ওই তরুণকে ফাঁসির মঞ্চে ওঠানো হয়। এবার তার ফাঁসি কার্যকর করা হয়েছে বলে বুধবার জানিয়েছে একটি বেসরকারি সংস্থা (এনজিও)

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক বিবৃতিতে বলেছে, আহমেদ আলিজাদেহকে ২০১৮ সালে একটি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তেহরানের বাইরে কারাজের গেজেল হেসার কারাগারে ২৭ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয। কিন্তু ফাঁসি কার্যকরের মাত্র ২৮ সেকেন্ডের মাথায় বাদীর পরিবার ‘ক্ষমা’ বলে চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আলিজাদেহকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়।

ইরানে শরিয়া আইন অনুযায়ী, হত্যার শিকার কোনো ব্যক্তির পরিবার অপরাধীর প্রাণদণ্ড বাতিলের জন্য রক্তপণ চাইতে পারে কিংবা ক্ষমা করার সিদ্ধান্ত নিতে পারে। অনেক ক্ষেত্রে অপরাধী ব্যক্তির পরিবার নির্ধারিত অর্থ দিতে সক্ষম হয় না এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়।

আলিজাদেহর পরিবার ভুক্তভোগীর পরিবারকে রক্তপণের অর্থ পরিশোধ করতে না পারায় বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়