ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ব্রাজিলে সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৩৮, ১৪ নভেম্বর ২০২৪
ব্রাজিলে সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, নিহত ১

ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণের পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাতের বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দুটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই আদালত খালি করে ফেলা হয়। সব বিচারপতি ও কর্মচারীরা নিরাপদে ভবন ছেড়ে চলে যান।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা নিশ্চিত করেছে, ঘটনাস্থলে একজন মারা গেছে, তবে তার পরিচয় জানাতে পারেনি।

ব্রাজিলের ফেডারেল জেলার লেফটেন্যান্ট গভর্নর সেলিনা লিও নতুন ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার কংগ্রেস বন্ধ রাখার সুপারিশ করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিশ্বাস করে যে, নিহত ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন।’

লিও একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বিবেচনা করছি। কারণ ঘটনার শিকার একজনই ছিল। তবে তদন্তে দেখা যাবে যে, আসলেই এমনটি ছিল কি না।’

তিনি আরও বলেন, ‘কেবলমাত্র ফরেনসিক পরীক্ষা মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হবে।’ মৃত ব্যক্তির দেহ দুই ঘণ্টা আদালতের বাইরে পড়ে ছিল।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, আদালতের বাইরে প্রথম বিস্ফোরণের ২০ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানেই সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত।

সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেছেন, ‘এটি একটি ইচ্ছাকৃত হামলা। বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত শুরু করা হবে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমি সুপ্রিম কোর্ট এবং নিম্নকক্ষে হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই হামলার পেছনের জানতে হবে। যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

ফেডারেল পুলিশ জানিয়েছে, ‘এ হামলার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।’

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়